আইএস জঙ্গি সন্দেহে এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। ধৃতের নাম সামিউল রহমান ওরফে ইবন হামদান। সোমবার রাজধানীর কমলাপুর এলাকা থেকে ধরা হয় তাঁকে।
সিরিয়া এবং লেবাননে আল কায়দার শাখা সংগঠন নুসরা ফ্রন্ট এবং মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস-কে সাহায্যের অভিযোগে হামদানকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জঙ্গি সংস্রবের কারণে গত চার দিনে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে এক জনের বাবা অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আরও এক জনের বাবা সরকারি আধিকারিক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হাফিজুর রহমান নামে বাংলাদেশে অাল কায়দার এক শীর্ষ নেতা ধরা পড়ে পুলিশের হাতে। তার কাজ ছিল শ্রীহট্ট জেলা থেকে সংগঠনের সদস্য সংগ্রহ করা। জেরায় সে কথা স্বীকার করেছে হাফিজুর বলে দাবি পুলিশের।