শহরে পথ দুর্ঘটনায় মৃত দুই

বৃহস্পতিবার রাতে দুটি পৃথক পথ দুর্ঘটনায় এক ছাত্র-সহ দু’জনের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে প্রিন্স আনোয়র শাহ রোডের জীবনানন্দ সেতুতে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় অপূর্ব দেবনাথ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নদিয়ার তেহট্টের বাসিন্দা অপূর্ব দক্ষিণ ২৪ পরগনার বজবজের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০১৫ ১৭:১৪
Share:

বৃহস্পতিবার রাতে দুটি পৃথক পথ দুর্ঘটনায় এক ছাত্র-সহ দু’জনের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে প্রিন্স আনোয়র শাহ রোডের জীবনানন্দ সেতুতে।

Advertisement

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় অপূর্ব দেবনাথ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নদিয়ার তেহট্টের বাসিন্দা অপূর্ব দক্ষিণ ২৪ পরগনার বজবজের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

এ দিন এক বন্ধুর সঙ্গে মোটরবাইক নিয়ে যাদবপুর থেকে কালিকাপুরে বন্ধুর বাড়িতেই যাচ্ছিলেন অপূর্ব। তখনই কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে জীবনানন্দ সেতুর রেলিংয়ে ধাক্কা মারেন। গুরুতর আহত অবস্থায় দু’জনকেই এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালেই মারা যান অপূর্ব।

Advertisement

অন্য দিকে ওই রাতেই বটতলা থানার অরবিন্দ সরণি এলাকায় একটি ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হয়েছে রাজেন্দ্র যাদব নামে এক অটোচালকের। তিনি রবীন্দ্র সরণি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এ দিন রাত সাড়ে ১২টা নাগাদ অটো চালিয়ে হাতিবাগান থেকে শোভাবাজারের দিকে যাচ্ছিলেন রাজেন্দ্র। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্যাক্সির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাজেন্দ্রকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement