কাশ্মীরে জঙ্গিদের গ্রেনেডে মৃত্যু এক পুলিশকর্মীর

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৪ ১১:২০
Share:

কাশ্মীরে ফের জঙ্গিহানায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। বারামুলার সোপোরে এই হামলায় আহত হয়েছেন আরও চার জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে সোপোরে টহলরত পুলিশের উপর পাথর ছুড়তে থাকে এক দল দুষ্কৃতী। সেই সময় তারা গ্রেনেডও ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ সৈয়দ নামে এক কনস্টেবলের। গুরুতর আহত অবস্থায় দুই পুলিশকর্মীকে শ্রীনগর হাসপাতালে এবং বাকি দু’জনকে সোপোরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল এক পুলিশকর্মীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement