—ফাইল চিত্র।
পুরনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। সোমবার সকালে ব্যারাকপুর মহকুমাশাসকের দফতরে কাঁচড়াপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বীজপুরের ওই বিধায়ক।
গত পুরনির্বাচনে ওই পুরসভার একই ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে জিতেছিলেন তিনি। এখনও তিনি ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এই মুহূর্তে মুকুল রায় দলে যথেষ্ট কোণঠাসা। এমনকী, দলীয় সমস্ত পদ তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমন একটা সময়ে তাঁর ছেলেকে প্রার্থী করা হবে কি না তাই নিয়ে বিস্তর জল্পনা ছিল। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল পর্যবেক্ষক নির্মল ঘোষ বলেন, “শুভ্রাংশুর আস্থা এবং বিশ্বাস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট থাকে, তা হলে আমাদের অসুবিধা থাকার কথা নয়। এবং নেইও। তাই দল তাঁকে মনোনয়ন দিয়েছে।”
তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়: “ওখানকার স্থানীয় নেতৃত্ব শুভ্রাংশুকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন। রাজ্য নেতৃত্বের তরফে সে বিষয়ে কোনও আপত্তি তোলা হয়নি।”