ট্রেনে বন্দুক দেখিয়ে মধ্যপ্রদেশের অর্থমন্ত্রীর মাল লুঠ করল ডাকাতরা

এ বার ট্রেন ডাকাতির মুখোমুখি হলেন মন্ত্রীও। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জয়ন্ত মাল্য-এর সঙ্গে ঘটনাটি ঘটেছে দিল্লিগামী জব্বলপুর-নিজামুদ্দিন এক্সপ্রেসে। ডাকাতিতে অর্থ-সহ জয়ন্তবাবুর বেশ কিছু মূল্যবান জিনিস খোয়া গিয়েছে। এ দিন দিল্লিনিগামী জব্বলপুর-নিজামুদ্দিন এক্সপ্রেস-এর এসি প্রথম শ্রেণিতে উঠেছিল মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জয়ন্ত মাল্য ও তাঁর স্ত্রী সুধা মাল্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৫ ২০:০৬
Share:

এ বার ট্রেন ডাকাতির মুখোমুখি হলেন মন্ত্রীও। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জয়ন্ত মাল্য-এর সঙ্গে ঘটনাটি ঘটেছে দিল্লিগামী জব্বলপুর-নিজামুদ্দিন এক্সপ্রেসে। ডাকাতিতে অর্থ-সহ জয়ন্তবাবুর বেশ কিছু মূল্যবান জিনিস খোয়া গিয়েছে।

Advertisement

এ দিন দিল্লিনিগামী জব্বলপুর-নিজামুদ্দিন এক্সপ্রেস-এর এসি প্রথম শ্রেণিতে উঠেছিল মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জয়ন্ত মাল্য ও তাঁর স্ত্রী সুধা মাল্য। উত্তরপ্রদেশের মথুরার কাছে কোসি কালান-এ কামরায় ঢোকে আট-দশ জনের একটি ডাকাতদল। বন্দুক দেখিয়ে কামরায় লুঠপাট চালায় তারা। সুধাদেবী জানিয়েছেন, ঘটনার পরে এফআইআর করা হয়েছে। রেল সূত্রে খবর, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে এর মধ্যেই চার জন আরপিএফ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement