সোমালিয়ায় আল শাবাবের ঘাঁটিতে কেনিয়ার বিমান হানা

সোমালিয়ায় আল শাবাবের ঘাঁটিতে বোমাবর্ষণ করল কেনিয়ার বায়ুসেনা। এ দিন কেনিয়া সেনার মুখপাত্র ডেভিড ওবোনয়ো জানিয়েছেন, রবিবার বিকেল এবং সোমবার সকালে সোমালিয়ায় আল শাবাবের কয়েকটি ঘাঁটিতে আঘাত হানে কেনিয়ার বায়ুসেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৫ ২০:৩০
Share:

আল শাবাবের হামলার পর কেনিয়ার কলেজপড়ুয়ারা। ছবি: এএফপি।

সোমালিয়ায় আল শাবাবের ঘাঁটিতে বোমাবর্ষণ করল কেনিয়ার বায়ুসেনা। এ দিন কেনিয়া সেনার মুখপাত্র ডেভিড ওবোনয়ো জানিয়েছেন, রবিবার বিকেল এবং সোমবার সকালে সোমালিয়ায় আল শাবাবের কয়েকটি ঘাঁটিতে আঘাত হানে কেনিয়ার বায়ুসেনা।

Advertisement

গত বৃহস্পতিবার কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে হামলা চালিয়ে মূলত খ্রিস্টান সম্প্রদায়ের ১৪৮ জন পড়ুয়াকে হত্যা করে আল শাবাব জঙ্গিরা। পাশের দেশ সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছে কেনিয়ার সেনা। তার বদলা নিতেই এই আক্রমণ বলে দাবি আল শাবাবের। এর আগেও কেনিয়ায় আঘাত হেনেছে তারা। ২০১৩ সালে ওই জঙ্গি গোষ্ঠীই নাইরোবির শপিং মলে হামলা চালিয়েছিল। সেই হামলায় ৬৭ জন নিহত হয়েছিলেন।

এর আগেও সোমালিয়ায় আল শাবাবের ঘাঁটিতে হামলা চালিয়েছিল কেনিয়া। গত নভেম্বরে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে তিনশো কিলোমিটার দূরে আল শাবাবের এক প্রশিক্ষণকেন্দ্রে বোমা ফেলেছিল কেনিয়ার বায়ুসেনা। ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় তিনশো জঙ্গির বাস ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement