আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল। —নিজস্ব চিত্র।
আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার একটি চটের ব্যাগের গুদাম। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার ফোরশোর রোডে। খবর পেয়ে দমকলের ৯টি ইঞ্জিন তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।
দমকল সূত্রের খবর, এ দিন দোতলা ওই গুদামে কাজ চলছিল। আচমকাই ধোঁয়া বেরোতে দেখে শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। গুদামটিতে সমস্ত দাহ্য বস্তু মজুত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে আসেন দমকলের ডিভিশনাল অফিসার সমীর চৌধুরী। ঘটনাস্থল খতিয়ে দেখার পর তিনি জানান, এই গুদামটির অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তা অকেজো অবস্থাতেই পড়ে রয়েছে। অগ্নি নির্বাপক ব্যবস্থার অনুমতি ছাড়াই সেটি এত দিন চালানো হচ্ছিল কি না তা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।