পড়ে গিয়ে গুরুতর আহত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বহিষ্কৃত বিজেপি নেতা যশোবন্ত সিংহ। মাথায় গুরুতর চোট নিয়ে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিতসকেরা। জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে তাঁকে।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ দিল্লিতে নিজের বাসভবনের বাথরুমে পড়ে যান ৭৬ বছরের এই প্রাক্তন সাংসদ। মাথায় মারাত্মক চোট পান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা। এ দিন সকালে তাঁকে হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।
দার্জিলিং-য়ের এই প্রাক্তন সাংসদ পূর্ববর্তী এনডিএ মন্ত্রিসভায় অর্থ ও বিদেশ দফতরের দায়িত্ব সামলেছেন। এ বারের লোকসভা নির্বাচনে বারমের কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দলের সঙ্গে মতবিরোধ হয় বর্ষিয়ান এই নেতার। দল তাঁকে টিকিট না দেওয়ায় বারমের থেকেই নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান তিনি। ভোটে হেরে যান তিনি। দলবিরোধী কাজের জন্য যশোবন্তকে বহিষ্কার করে বিজেপি।