আইপিএল গড়পেটা কাণ্ড নিয়ে মুদগল কমিটির চূড়ান্ত রিপোর্ট ভাল ভাবে খতিয়ে কয়েক দিন সময় চাইল সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ নভেম্বর। সামনেই বোর্ডের সাধারণ নির্বাচন। সুপ্রিম কোর্টের কাছে এ দিন বোর্ড আর্জি জানায়, এন শ্রীনিবাসনের বিরুদ্ধে যেহেতু এই কাণ্ডে সরাসরি জড়িত থাকার কোনও পাওয়া যায়নি তাই তাঁকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। কিন্তু তাদের সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের কাছে মুখবন্ধ খামে চূড়ান্ত রিপোর্ট জমা দেয় মুদগল কমিটি। সেই রিপোর্টে কাদের নাম উঠে আসবে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে ক্রিকেটমহলে জল্পনা চলে।