জলপাইগুড়িতে লরি-বাস সংঘর্ষে মৃত ৪, আহত ৩৫

যাত্রী বোঝাই বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। গুরুতর জখম হয়েছেন ৩৫ জন যাত্রী। শুক্রবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়ির কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান বাস এবং লরির চালক। বাসের এক যাত্রী চিকিৎসা চলাকালীন ধুপগুড়ি হাসপাতালে মারা যান এবং আর এক জন হাসপাতালে যাওয়ার পথেই মারা যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ১১:৪৮
Share:

দুর্ঘটনাগ্রস্ত বাস। ছবি: রাজকুমার মোদক।

যাত্রী বোঝাই বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। গুরুতর জখম হয়েছেন ৩৫ জন যাত্রী। শুক্রবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়ির বামনি সেতুর কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান বাস এবং লরির চালক। বাসের এক যাত্রী চিকিৎসা চলাকালীন ধুপগুড়ি হাসপাতালে মারা যান এবং আর এক জন হাসপাতালে যাওয়ার পথেই মারা যান। তবে এ দিন দুপুর পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, গুয়াহাটি থেকে বাসটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ধুপগুড়ির কাছে উল্টো দিক থেকে দ্রুত গতিতে একটি লরির মুখোমুখি এসে পড়ে বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি লরিটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর টানা তিন ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা, দমকল এবং পুলিশ উদ্ধারে নামেন। সাড়ে ৭ টা নাগাদ স্বাভাবিক হয় যান চলাচল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement