নিম্ন আদালতের সমনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছেন মনমোহন সিংহ

কয়লা-দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আদালতের সমন পাঠানোর ঘটনায় নতুন মোড়! আগামী ৮ এপ্রিল হাজিরার আগেই নিম্ন আদালতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মনমোহন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৫ ১৭:৩১
Share:

—নিজস্ব চিত্র।

কয়লা-দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আদালতের সমন পাঠানোর ঘটনায় নতুন মোড়! আগামী ৮ এপ্রিল হাজিরার আগেই নিম্ন আদালতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মনমোহন।

Advertisement

অভিযোগ, ২০০৫ সালে কয়লা মন্ত্রকের দায়িত্বে থাকার সময়ে হিন্দালকোকে ওড়িশার একটি কয়লা খনি পাইয়ে দিয়েছিলেন মনমোহন। মনমোহনের পাশাপাশি কয়লা-দুর্নীতিতে অভিযোগের আঙুল ওঠে প্রাক্তন কয়লাসচিব পি সি পারেখ এবং শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার বিরুদ্ধেও। আগামী ৮ এপ্রিল তাঁদের আদালতে হাজির থাকার নির্দেশ দিয়ে সিবিআইয়ের বিশেষ আদালত সমন পাঠায়। সেই সমনের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে আবেদনপত্র জমা দিলেন মনমোহন।

মনমোহনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল সিবিআই। সেই অভিযোগ নস্যাত্ করে সুপ্রিম কোর্টে পাঠানো আবেদনপত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, সিবিআইয়ের পাঠানো সমনটি অপরাধমূলক আইনের বিরোধী। আবেদনপত্রে এও জানান মনমোহন, কয়লা মন্ত্রকের দায়িত্বে থাকার সময়ে তিনি এমন কোনও কিছু করেননি যা অপরাধের আওতায় আনা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement