মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অপরিবর্তিত করছাড়ের ঊর্ধ্বসীমা

সংসদে শনিবার ২০১৫-১৬ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। নরেন্দ্র মোদী সরকারের এটাই ছিল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। তবে মধ্যবিত্ত করদাতাদের জন্য বিশেষ কোনও সুসংবাদ এল না বাজেট থেকে। বাড়ল না কর ছাড়ের ঊর্ধ্বসীমা। বাজেটে পেশের আগে বাড়লেও পরে অবশ্য খানিকটা নেমেছে সেনসেক্স। ডলারের তুলনায় কিছুটা কমল টাকার দামও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৪
Share:

বাজেট পেশ করতে চলেছেন অরুণ জেটলি। ছবি: এপি।

সংসদে শনিবার ২০১৫-১৬ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। নরেন্দ্র মোদী সরকারের এটাই ছিল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। তবে মধ্যবিত্ত করদাতাদের জন্য বিশেষ কোনও সুসংবাদ এল না বাজেট থেকে। বাড়ল না কর ছাড়ের ঊর্ধ্বসীমা। বাজেটে পেশের আগে বাড়লেও পরে অবশ্য খানিকটা নেমেছে সেনসেক্স। ডলারের তুলনায় কিছুটা কমল টাকার দামও। বাজেটে অর্থমন্ত্রী যা ঘোষণা করলেন তা এক নজরে —

Advertisement

• অপরিবর্তিত আয়কর ছাড়ের বর্তমান কাঠামো

Advertisement

• কর ফাঁকি রুখতে বিশেষ ব্যবস্থা

• ১ কোটির উপর আয়ে ২ শতাংশ হারে অতিরিক্ত সারচার্জ

• মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কমিটি তৈরি করা হবে

• ২০২২ সালের মধ্যে প্রত্যেকের মাথায় ছাদ দিতে প্রকল্প

• সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নতুন বাড়ির জন্য বিশেষ প্রকল্প

• মুদ্রাস্ফীতি ৫ শতাংশের নীচে নামানো গিয়েছে

• প্রত্যেক পরিবারের এক জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই

• জন-ধন প্রকল্পে ১২.৫ কোটি মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনা গিয়েছে

• ২৮ হাজার গ্রামকে যুক্ত করতে ১ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরির প্রস্তাব

• স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে ৫০ লক্ষ শৌচালয় তৈরি করা হয়েছে। আরও ৬ কোটি তৈরির পরিকল্পনা

• ১০০ দিনের প্রকল্পে ১২.৫ কোটি পরিবারকে আনা গিয়েছে

• সপ্তম বেতন কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে

• রাজস্ব ঘাটতি ৪.১ শতাংশ। এটাকে ৩ শতাংশে নামিয়ে আনা হবে

• জমি হেল্থ কার্ড তৈরি করা হবে। সার ছাড়া উত্পাদন লক্ষ

• মার্চ পর্যন্ত বিদেশি বিনিয়োগ ১৫ বিলিয়ন মার্কিন ডলার

• কৃষির উতপাদন এবং কৃষিপণ্যের দাম বাড়াতে সেচের এলাকা বাড়ানো হবে

• ৮০ হাজার স্কুলকে মাধ্যমিকে উন্নীত করা হবে

• পণ্য পরিষেবা কর চালুর চেষ্টা করা হবে

• প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা চালুর প্রস্তাব। দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লক্ষ টাকা পাওয়া যাবে। দিতে হবে মাসে এক টাকা।

• অটল পেনশন যোজনা চালুর প্রস্তাব। এক হাজার টাকা দেবে সরকার, বাকি এক হাজার দেবে পেনশনভোগী

• ১.৫ কোটি গ্রাহককে রান্নার গ্যাসে ভর্তুকি। সাংসদরা আর গ্যাসে ভর্তুকি নেবেন না বলে অর্থমন্ত্রীর আশা

• ২০১৬-র ১ এপ্রিল থেকে জিএসটি চালুর প্রস্তাব।

• তফসিলিদের উন্নয়নে মুদ্রা ব্যাঙ্ক চালুর প্রস্তাব

• পরিকাঠামো খাতে ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ

• রেলের জন্য ১০ হাজার কোটি

• প্রান্তিক চাষিদের জন্য পেনশনের ব্যবস্থা

• রাস্তা, রেল এবং সেচে বিনিয়োগের জন্য কর মুক্ত পরিকাঠামো বন্ড চালুর প্রস্তাব

• ডাকঘরগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা চালুর প্রস্তাব

• বয়স্কদের জন্য প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা। বছরে ৩৩০ টাকা দিলে মিলবে দু’লক্ষ টাকার বিমা

• রুগণ কারখানাগুলিকে পুনরুজ্জীবিত করতে নতুন প্রকল্প

• চার হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি অত্যাধুনিক বিদ্যুতকেন্দ্র তৈরি হবে

• কুড়ানকুলাম পরমাণু বিদ্যুতকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে চলতি অর্থবর্ষে

• বিনিয়োগ টানতে একটি বিশেষজ্ঞ কমিটি

• ৪৩টি দেশের মানুষ ভারতবর্ষে নেমে বিমানবন্দরে ভিসা পান। এই সংখ্যা বাড়িয়ে ১৫০-তে নিয়ে যাওয়া হবে

• স্বনিযুক্তি এবং মেধার বিকাশে এক হাজার কোটি

• মহিলাদের সুরক্ষায় জোর। নির্ভয়া প্রকল্পে এক হাজার কোটি বরাদ্দ

• সোনাকে অর্থে পরিণত করতে জাতীয় সোনা বন্ড চালু। জাতীয় সোনা বন্ডে বিনিয়োগ করলে সুদ পাওয়া যাবে।

• অশোক চক্র খোদাই করা স্বর্ণমুদ্রা তৈরির প্রস্তাব

• নিম্ন আয়ের মানুষের জন্য ইপিএফে টাকা দেওয়া বাধ্যতামূলক নয়

• নগদের ব্যবহার কমিয়ে ক্রেডিট এবং ডেবিট কার্ডের ব্যবহার বাড়ানোয় জোর

• আন্তর্জাতিক মানের আইটি হাব তৈরি করতে ১৫০ কোটি টাকা বরাদ্দ

• পঞ্জাব, হিমাচলপ্রদেশ এবং তামিলনাডুতে এইমস চালু। বিহারে এইমসের সমপর্যায়ের একটি হাসপাতাল চালু।

• বিহার এবং পশ্চিমবঙ্গকে বিশেষ আর্থিক প্যাকেজ

• প্রতিরক্ষায় এফডিআই অনুমোদন

• অরুণাচলপ্রদেশে ফিল্ম ইন্সটিটিউট

• জম্মু-কাশ্মীর ও অন্ধ্রে আইআইএম

• কর্নাটকে একটি আইআইটি

• আইএসএম ধানবাদকে আইআইটি-র মর্যাদা

• সিঙ্গাপুরের মতো গুজরাতে ফিনান্সিয়াল সেন্টার

• স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ ৩৩ হাজার ১৫২ কোটি

• শিল্পে বিনিয়োগ বাড়াতে চার বছরের জন্য কোম্পানি কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ

• প্রতিরক্ষায় ২ লক্ষ ৪৬ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দ

• কালো টাকা রুখতে নতুন আইন প্রণয়নের সুপারিশ

• বিদেশে কালো টাকা লুকিয়ে রাখলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ

• আয়কর রিটার্ন দাখিল না করলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ

• সম্পত্তি কর তুলে দেওয়া হচ্ছে। পরিবর্তে আয়করের উপর ২ শতাংশ হারে সারচার্জ

• এক হাজারের বেশি দামের জুতোয় কর কমানো হল

• পরিষেবা কর ১২.৩৬ শতাংশ থেকে ১৪ শতাংশ করার প্রস্তাব

• ক্লিন এনার্জি সেস ১০০ টাকার জায়গায় ২০০ টাকা

• জলের বর্জ্য শোধনের যন্ত্রে বিক্রয় করে ছাড়

• স্বাস্থ্যবিমায় আয়কর ছাড় ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার। বয়স্কদের ক্ষেত্রে এই ছাড় বেড়ে ৩০ হাজার। প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই ছাড় আরও ২৫ হাজার বেশি। ৮০ বছরের উপর বয়স্কদের ক্ষেত্রে বিমা না থাকলে ৮০ হাজার পর্যন্ত চিকিত্সায় আয়কর ছাড়।

• পেনশন ফান্ডে আয়কর ছাড় এক লক্ষ টাকা থেকে বেড়ে দেড় লক্ষ টাকা করা হল

• পরিবহণ ভাতায় ছাড় ৮০০ টাকা থেকে বেড়ে ১৬০০ টাকা করা হল

• সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে দান করা অর্থ করমুক্ত হবে

• এক লক্ষের বেশি লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক

• আবাসন শিল্পে কালো টাকার লেনদেন আটকাতে বেনামি সম্পত্তি লেনদেন বিলের প্রস্তাব

• ২২টি পণ্যের উপর শুল্ক কমল

• কমোডিটি রেগুলেটরগুলিকে সেবির সঙ্গে যুক্ত করা হবে

• পরিকল্পনা খাতে মোট ব্যয় ৪, ৬৫, ২৭৭ কোটি টাকা

• পরিকল্পনা বহির্ভূত খাতে মোট ব্যয ১৩, ১২, ২০০ কোটি টাকা

• মোট ব্যয় ১৭, ৭৭, ৪৭৭ কোটি টাকা

• কর বাবদ আয় ১৪, ৪৯, ৪৯০ কোটি টাকা

• কর ছাড়া অন্য খাতে আয় ২, ২১, ৭৩৩ কোটি টাকা

• রাজ্যগুলি মোট পাবে ৫, ২৩, ৯৫৮ কোটি টাকা

• কেন্দ্রিয় সরকারের হাতে থাকবে ৯, ১৯, ৮৪২ কোটি টাকা

• শিক্ষা ক্ষেত্র এবং মিড ডে মিল নিয়ে মোট বরাদ্দ ৬৯, ৯৬৮ কোটি টাকা

• স্বাস্থ্য ক্ষেত্রে মোট বরাদ্দ ৩৩, ১৫২ কোটি টাকা

• নারেগা-সহ গ্রামীণ উন্নয়নে মোট বরাদ্দ ৭৯, ৫৬২ কোটি টাকা

• নারেগার জন্য বরাদ্দ ৩৪, ৬৯৯ কোটি টাকা

• দেশের প্রায় ৫.৭ কোটি ছোট ব্যবসা কেন্দ্র রয়েছে। এগুলির ৬২ শতাংশ তফসিলি জাতি, উপজাতির মালিকানাধীন। এগুলির জন্য ‘মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট রিফাইন্যান্স এজেন্সি (মুদ্রা)’ ব্যাঙ্কের প্রস্তাব। এর জন্য ২০,০০০ কোটি টাকা বরাদ্দ

• গৃহ নির্মাণ ও শহরের উন্নয়নে মোট বরাদ্দ ২২, ৪০৭ কোটি টাকা

• নারী ও শিশুদের উন্নয়নের জন্য মোট বরাদ্দ ১০, ৩৫১ কোটি টাকা

• জলসম্পদ উন্নয়ন ও ‘নমামী গঙ্গা’-প্রকল্পের জন্য মোট বরাদ্দ ৪,১৭৩ কোটি টাকা

• প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দ ২, ৪৬, ৭২৭ কোটি টাকা

• তফসিলি জাতির উন্নয়নের জন্য ৩০, ৮৫১ কোটি টাকা

• তফসিলি উপজাতির উন্নয়নের জন্য ১৯, ৯৮০ কোটি টাকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement