বহুমূল্য গয়নায় সেজে ক্যামেরার সামনে বসেছিলেন লাস্যময়ী। কিন্তু গয়নার সাবেকি নকশা বা কন্যের আবেদন কোনওটাই পাত্তা পেল না। যাবতীয় টিআরপি কেড়ে নিল বর্ণবিদ্বেষী বিতর্ক। সব মিলিয়ে বিজ্ঞাপনী বিতর্কে জেরবার হলেন ঐশ্বর্য রাই বচ্চন।
সম্প্রতি এক অলংকার-নির্মাতা সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে বিগ বি-র ‘বহু’র সারা শরীর মিনেকারি গয়নায় ঢাকা। তাঁর মাথায় ছাতা ধরেছে এক কৃ্ষ্ণাঙ্গ বালক। এই বিজ্ঞাপন প্রকাশিত হতেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের রোষানলে পড়েন ঐশ্বর্য। ‘ওপেন লেটার টু ঐশ্বর্য রাই বচ্চন’ নামে একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সেখানে বলা হয় যে তাঁর বিজ্ঞাপনটি বর্ণবৈষম্যকে ইন্ধন দিচ্ছে। পাশাপাশি ওই বিজ্ঞাপনে শিশু-শ্রমকেও তুলে ধরা হয়েছে। অভিষেক ঘরণীর মতো বলিউডের প্রথম সারির এক জন নায়িকার নিজের প্রকাশিত ছবির বিষয়ে আরও সতর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তাঁরা।
এই খোলা চিঠির উত্তরে ঐশ্বর্য জানান, তাঁকে না জানিয়ে ওই অলংকার সংস্থাটি এই বিজ্ঞাপন তৈরি করেছে। নিজের বক্তব্যের স্বপক্ষে ঐশ্বর্য আসল ছবিটি ওই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পাঠিয়ে দেন। ওই সংস্থার তরফে ফেসবুকে জানানো হয়েছে, কোনও ব্যক্তি বা সংস্থার মানসিকতায় অনিচ্ছাকৃত ভাবে আঘাত করে থাকলে তারা দুঃখিত। ওই ছবিটি নিজেদের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেবেন বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।