বাংলাদেশে বাস দুর্ঘটনায় মৃত ২৪, আহত ১৮

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে একটি বাসের ধাক্কায় ২৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড়টা নাগাদ বাংলাদেশের ফরিদপুরে। পুলিশ সূত্রের খবর, ওই দিন বাসটি রাত আটটা নাগাদ ৫০জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলী থেকে পটুয়াখালীর খেপুপাড়ের উদ্দেশে রওনা দেয়। রাত দেড়টা নাগাদ ভাঙ্গা পৌরসভার কৈড়ুবি এলাকায় পৌঁছনোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ১২:২৫
Share:

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে একটি বাসের ধাক্কায় ২৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড়টা নাগাদ বাংলাদেশের ফরিদপুরে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ওই দিন বাসটি রাত আটটা নাগাদ ৫০জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলী থেকে পটুয়াখালীর খেপুপাড়ের উদ্দেশে রওনা দেয়। রাত দেড়টা নাগাদ ভাঙ্গা পৌরসভার কৈড়ুবি এলাকায় পৌঁছনোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই ২৪ জন যাত্ররী মৃত্যু হয়। এর মধ্যে ১৯জন পুরুষ এবং পাঁচ জন মহিলা রয়েছে।

সূত্রের খবর, দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনার পর এলাকার লোকজন ও পাশের আনসার ক্যাম্পের সদস্যরা উদ্ধার কার্যে অংশ নেয়। পরে ভাঙ্গা ও ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরাও আহতদের উদ্ধার করে। আহত যাত্রীরা নিকটবর্তী হাসপাতালে টিকিৎসাধীন। যাত্রীদের অভিযোগ, গাবতলী থেকে রওনা দেওয়ার পর থেকেই বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার বলা সত্ত্বেও যাত্রীদের কথাতে আমল দিচ্ছিলেন না তিনি। সে কারণেই এই দুর্ঘটনা।

Advertisement

তবে প্রাথমিক তদন্তের পর হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের সহকারী সুপার বেলাল হোসেন জানান, বাসের চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। সাত দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরিদপুরের জেলা প্রশাসক সর্দার সরাফত আলি। জেলা প্রশাসন চিকিৎসাধীন যাত্রীদের সমস্ত ব্যয়ভার বহন করবে বলে তিনি ঘোষণা করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে কয়েক হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement