সতর্ক করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিংহের সেই আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গুমলায় মাওবাদী হামলায় জখম হলেন ‘কোবরা’ বাহিনীর এক জওয়ান।
আগামী ২৫ নভেম্বর গুমলায় ভোটগ্রহণ। ভোটের আগে জঙ্গি হামলা রুখতে প্রশাসন সেখানে তাই বাড়তি সতর্ক। এ দিন সকালে ওই জেলার বিষুণপুর থানার কুমারির জঙ্গলে যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছিল। গুমলার এসপি ভীমসেন টুটি জানান, সকাল ৬টা নাগাদ জওয়ানদের দিকে হঠাৎই গুলিবৃষ্টি শুরু করে জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা। আচমকা ওই হামলায় গুলিবিদ্ধ হন সন্তোষ কুমার নামে এক কোবরা জওয়ান। তাঁকে নিরাপদ জায়গায় সরানোর পর পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের মধ্যে ঘণ্টাতিনেক সংঘর্ষ হয়। বেগতিক দেখে আরও ঘন জঙ্গলে ঢুকে যায় জঙ্গিরা। এলাকার বাসিন্দাদের দাবি, রক্তাক্ত অবস্থায় তিন জঙ্গিকে তাদের সঙ্গীরা জঙ্গলে নিয়ে গিয়েছে। সম্ভবত তিন জনেরই মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে এখনও তেমন কোনও সূত্র মেলেনি বলে দাবি করেছে পুলিশ। গুরুতর আহত ওই জওয়ানকে রাঁচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র অনুরাগ গুপ্ত জানিয়েছেন, মাওবাদীদের খোঁজে জঙ্গলের আশপাশে সিআরপি, রাজ্য পুলিশ এবং কোবরা বাহিনীর জওয়ানরা তল্লাশি চালাচ্ছেন।