Aadhaar update for students

স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট বাধ্যতামূলক, সিদ্ধান্ত সরকারের

সূত্রের খবর, সরকারি স্তরে কন্যাশ্রী, সবুজ সাথী-সহ সব রকম প্রকল্প থেকে যাতে পড়ুয়ারা বঞ্চিত না হয়, তার জন্য এই সিদ্ধান্ত সরকারের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৮:৩৯
Share:
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নির্দিষ্ট সময় পর পর স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করল স্কুল শিক্ষা দফতর। সম্প্রতি দফতরের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুলে ভর্তির হওয়ার সময় শিশুর আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এ বার সেই আধার কার্ড আপডেট নিয়েই নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে পৌঁছেও গিয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুলস্তরে দু’বার আধারের বায়োমেট্রিক আপডেট করতে হবে। এক বার পাঁচ বছর বয়সে ও তার পর ১৫ বছর বয়সে। এই আপডেট প্রক্রিয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যালয় জেলা আধিকারিকদের নিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিনামূল্যে।

সূত্রের খবর, সরকারি স্তরে কন্যাশ্রী, সবুজ সাথী-সহ সব রকম প্রকল্প থেকে যাতে পড়ুয়ারা বঞ্চিত না হয়, তার জন্য এই সিদ্ধান্ত সরকারের। পাশাপাশি, বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বভারতীয় স্তরের যে পরীক্ষাগুলি (জেইই, কুয়েট, নিট) হয় সেখানেও আবেদন করতে হলে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

Advertisement

স্কুল শিক্ষা দফতরের ওই নির্দেশিকাতে একটি কিউআর কোড রয়েছে। তা স্ক্যান করলে আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিয়োর দেখা মিলছে। স্কুল পড়ুয়াদের বাধ্যতামূলক ভাবে আধার আপডেট সংক্রান্ত তথ্য রয়েছে ভিডিয়োটিতে। পড়ুয়াদের উচ্চ শিক্ষায় আবেদনপত্র পূরণের সময় বা অন্য কোনও ক্ষেত্রেও যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আধার কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা ওই ভিডিয়োতে জানানো হয়েছে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘এখন সরকারি যে কোনও সুযোগ সুবিধা পেতে হলে আধার বাধ্যতামূলক। আর আমাদের রাজ্যে ছাত্র-ছাত্রীরা যে হেতু প্রায় সবাই কোনও না কোনও ভাবে উপভোক্তা এবং সে ক্ষেত্রে তাদের আধার কার্ড থাকতেই হবে। তবে কেন্দ্রের নির্দেশ এ ভাবে হুবহু সরকার মেনে নিচ্ছে, এটা অবাক করার বিষয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement