Class during Summer Vacation

গরমের ছুটিতেও চলবে তৃতীয় সেমেস্টারের ক্লাস, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত বিতর্ক

সেপ্টেম্বর মাসে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু। তার আগে সিলেবাস শেষ করতে গরমের ছুটিতেও ক্লাস নেওয়ার নিদান জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:০৯
Share:
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্যের স্কুলগুলিতে বুধবার থেকে গরমের ছুটি শুরু হচ্ছে। গরমের ছুটির পরে কবে ক্লাস শুরু হবে, সেই সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা পায়নি স্কুলগুলি। ‌সেপ্টেম্বর মাসে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু। পড়ুয়াদের পরীক্ষা প্রস্তুতিতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও বিভিন্ন ভাষার বই স্কুলে না পৌঁছানোয় এখনও অনলাইনে মেটিরিয়াল ডাউনলোড করেই পড়াতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের।

Advertisement

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হবে। তৃতীয় এবং চতুর্থ সেমেস্টার মিলিয়ে পরের বছরের উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। তাই তৃতীয় সেমেস্টারের জন্য অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে বলেই গরমের ছুটিতে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পড়ুয়া ও শিক্ষকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ছুটির দিনে অনলাইন ক্লাসের সময় ঠিক করে নেবেন। পরীক্ষার প্রস্তুতিতে যাতে পড়ুয়ারা পিছিয়ে না পড়ে।”

কিন্তু সময়ের আগেই গরমের ছুটি কেন? তা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক মহলের একাংশ। অন্যদিকে পড়ুয়াদের অনলাইন ক্লাসের প্রতি আগ্রহ কম, এমনটাও দাবি করেছে শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, “উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশ দিলেও অতীতে এর তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ছাত্রছাত্রীরাই অনলাইন ক্লাসে আগ্রহী নয়। বিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস করার আগ্রহ দেখালেও খুব কম ছাত্রছাত্রীরাই উপস্থিত থাকে। শেষে বিষয়টি প্রহসনে পরিণত হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement