ICSE and ISC Result

আইসিএসই এবং আইএসসির ফলাফলের দিন ঘোষণা, কী ভাবে দেখতে হবে? জানাল পরিষদ

রেজাল্টের প্রিন্ট আউট পেতে রেজাল্টের ওয়েবপেজে প্রিন্ট লেখা বাটনে ক্লিক করলে ছাপার অক্ষরে রেজাল্ট হাতে পাবেন ছাত্রছাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:৪৪
Share:
আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেন।

আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেন। — ফাইল চিত্র।

চলতি বছর দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেন (সিআইএসসিই)। তারা জানিয়েছে, ৩০ এপ্রিল, বুধবার প্রকাশিত হবে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট— https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাবে ফলাফল।

Advertisement

আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির রেজাল্ট জানতে হলে ওয়েবসাইটে ঢুকে কোর্স অপশন হিসাবে বেছে নিতে হবে আইসিএসইকে। আইএসসি বা দ্বাদশ শ্রেণির রেজাল্ট জানতে হলে আইএসসি কোর্স বেছে নিতে হবে। এর পরে ছাত্রছাত্রীদের নিজের রেজাল্ট দেখতে প্রথমে তাঁদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা (কম্পিউটার এবং মানুষের মধ্যে পার্থক্য বোঝার সুরক্ষা ব্যবস্থা) টাইপ করতে হবে। তার পরে দেখা যাবে রেজাল্ট।

এ ছাড়া ডিজিলকার থেকেও রেজাল্ট দেখা যাবে। তার জন্য প্রথমে ডিজিলকার পোর্টালে https://results.digilocker.gov.in ওয়েব অ্যাড্রেসে যেতে হবে। সেখানে সিআইএসসিই-র আলাদা বিভাগ রয়েছে। সেখানে গিয়ে দশমে রেজাল্ট জানতে আইসিএসই-র বোতামে ক্লিক করতে হবে। পরের পাতায় ইনডেক্স নম্বর এবং অ্যাডমিট কার্ডে লেখা জন্মতারিখ দিয়ে ‘সাবমিট’ করলে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। দ্বাদশ শ্রেণির রেজাল্ট জানতে একই পদ্ধতি অনুসরণ করতে হবে আইএসসি বাটনে ক্লিক করে।

Advertisement

রেজাল্টের প্রিন্ট আউট পেতে রেজাল্টের ওয়েবপেজে প্রিন্ট লেখা বাটনে ক্লিক করলে ছাপার অক্ষরে রেজাল্ট হাতে পাবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষার খাতা ‘রিচেক’ করাতে চাইলে ৪ মের মধ্যে তা করতে হবে। রেজাল্ট ‘রিচেক’ করার জন্য সিআইএসসিইর ওয়েবসাইট http://cisce.org-এ মেনু তালিকা থেকে বেছে নিতে হবে ‘পাবলিক সার্ভিস’। সেখানে সিআইএসসিই-র সার্ভিস পোর্টালে লগ ইন করতে হবে নথিভুক্ত বা রেজিস্টার্ড ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। যাদের রেজিস্টার্ড ইমেল নেই, তাদের নিজেদের ইমেল নথিভুক্ত করাতে হবে ‘রেজিস্টার নাউ’ বোতামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement