স্কুল পড়ুয়া। প্রতীকী ছবি।
এ বার থেকে স্কুলের পঠনপাঠনের যাবতীয় কাজ করা যাবে অনলাইনে। সম্প্রতি উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল থেকে এই পরিবর্তন হবে। এতদিন পুনর্নবীকরণ থেকে নতুন বিষয় সংযোজন-সহ যে কোনও কাজের জন্যই সরাসরি শিক্ষা সংসদের সল্টলেকের অফিসে যেতে হত। তবে, এই সিদ্ধান্তের পর তা আর করতে হবে না। অনলাইনের মাধ্যমেই যাবতীয় বিষয়ের আবেদন করা যাবে।
শিক্ষা সংসদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এই সংক্রান্ত যে কোনও সমস্যা মেলের মাধ্যমে জানা যাবে। প্রতিষ্ঠানগুলিকে ইউজারের নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। শিক্ষা সংসদ থেকেই দেওয়া থাকবে এই তথ্য। প্রতিটি পরিবর্তনের জন্য ৫০ টাকা করে ধার্য করা হয়েছে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটটি দেখতে পারেন।