Data Engineer

ডেটা ইঞ্জিনিয়ার হতে চান? জেনে নিন খুঁটিনাটি

এই প্রতিবেদনে ডেটা ইঞ্জিনিয়ার কী ভাবে হওয়া যায়, তার খুঁটিনাটি আলোচনা করা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২২:২০
Share:

ডেটা ইঞ্জিনিয়ার প্রতীকী ছবি।

অতিমারির পর প্রায় সব কিছুই প্রযুক্তি-নির্ভর হয়ে উঠেছে। তাই প্রযুক্তি নিয়ে আরও বেশি করে পড়াশোনা করার এবং পেশা হিসাবে বেছে নেওয়ার চাহিদাও বাড়ছে দিনে দিনে। এই প্রতিবেদনে ডেটা ইঞ্জিনিয়ার কী ভাবে হওয়া যায়, তার খুঁটিনাটি আলোচনা করা হল।

Advertisement

ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন

  • বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বিশেষত, পদার্থবিদ্যা, রসায়ন,গণিত এবং কম্পিউটার সায়েন্স থাকতে হবে।
  • ডেটা ইঞ্জিনিয়ারের কোর্সে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়।
Advertisement

প্রবেশিকা পরীক্ষা

  • জেইই মেন
  • ডবলুুউবি জেইই
  • জেইই অ্যাডভ্যান্সড

এ ছাড়াও আরও অনেক প্রবেশিকা রয়েছে, যেগুলি বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারা আয়োজিত হয়।

কী কী কোর্স রয়েছে

ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বিটেক এবং বিই কোর্স করা যেতে পারে। বিটেক-এর ক্ষেত্রে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স রয়েছে।

বিই-র ক্ষেত্রে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স,ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স রয়েছে।

কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয় এই বিষয়

  • আইআইটি খড়গপুর,
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়,
  • কল্যাণী বিশ্ববিদ্যালয়
  • কলকাতা বিশ্ববিদ্যালয়

এ ছাড়াও ভারতের আরও অনেক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে ডেটা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ানো হয়।

মূল কী কী বিষয়ে বিশেষ দক্ষতা থাকতে হয়

কোডিং: ডেটা ইঞ্জিনিয়ারের কোডিং ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা থাকতে হয়। এসকিউএল, জাভা-র মতো কম্পিউটারের যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলির উপর বিশেষ দক্ষতা থাকতে হয়।

মেশিন লার্নিং: এমএল বা মেশিন লার্নিং-এর উপর বিশেষ দক্ষতা থাকতে হয়। ডেটা বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করতে হয়। তাই সে ক্ষেত্রে মেশিন লার্নিং এর উপর দক্ষতা থাকা ভাল।

বিগ ডেটা টুল: একজন ডেটা ইঞ্জিনিয়ারকে শুধুমাত্র নিয়মিত ডেটা নিয়েই কাজ করতে, হয় এমন নয়। বিভিন্ন বড় ডেটা পরিচালনা করতেও হয়। তাই সেই সম্বন্ধেও বিশেষ জ্ঞান থাক ভাল।

ক্লাউড কম্পিউটিং: ক্লাউড স্টোরেজ এবং ক্লাউড কম্পিউটিং এর উপর বিশেষ ধারণা রাখতে হয় ডেটা ইঞ্জিনিয়ারকে।

অটোমেশন এবং স্ক্রিপ্টিং: অটোমেশন-এর সাহায্যে বড় ডেটা সংগ্রহ করা যায়। এবং নতুন করে যে কাজগুলি ডেটা ইঞ্জিনিয়ারদের করতে হয়, সেক্ষেত্রে তাঁদের স্ক্রিপ্ট লিখতে হয়।

এ ছাড়াও যে বিশেষ দিকগুলি রয়েছে,

ডেটাবেস ম্যানেজমেন্ট

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

ক্লাউড প্রযুক্তি

ইটিএল ফ্রেমওয়ার্ক

স্ট্রিম প্রসেসিং ফ্রেমওয়ার্ক-এর মতো কাজেও বিশেষ দক্ষতা থাকতে হয় ডেটা ইঞ্জিনিয়াদের।

চাকরির কী সুযোগ রয়েছে

এই প্রযুক্তির জগতে এখন প্রায় বেশির ভাগ সংস্থাই ডেটা ইঞ্জিনিয়ারদের নিয়োগ করে। বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থাতে একজন ডেটা ইঞ্জিনিয়ার পাশ করার পর যুক্ত হয়ে কাজ শুরু করতে পারেন। জুনিয়র ডেটা ইঞ্জিনিয়র, সিনিয়র ডেটা ইঞ্জিনিয়ার হয়ে কোনও সংস্থার সঙ্গে নিযুক্ত হয়ে কাজ করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement