kalyani university

ইন্টারভিউয়ের মাধ্যমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ওএসডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

কন্ট্রোলার অফ এগজামিনেশন বিভাগে ওএসডি পদে নিয়োগ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৬:০৭
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্বল্প সময়ের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। এক নজরে জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত।

Advertisement

পদ: কন্ট্রোলার অফ এগজামিনেশন বিভাগে ওএসডি পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ: ১।

Advertisement

কাজের মেয়াদ: চুক্তিভিত্তিক।

ইন্টারভিউয়ের তারিখ এবং সময়: ১৬ ডিসেম্বর ২০২২। সকাল ১১টা থেকে।

ঠিকানা: ডিওডিএল বিল্ডিং, কেইউ (কল্যাণী বিশ্ববিদ্যালয়)।

বয়ঃসীমা: ৪২ বছরের মধ্যে হতে হবে।

বেতন: ইন্টারভিউয়ের সময় বেতন নির্ধারণ করা হবে।

যোগ্যতা:

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।

ইউজিসি রেগুলেশন ২০১৮ অনুয়ায়ী সহকারী অধ্যাপক হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে। অথবা নেট বা সেট পাশ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কম্পিউটারে পারদর্শী হতে হবে।

ইচ্ছুক আবেদনকারীদের জীবনপঞ্জি, সাদা কাগজে একটি আবেদনপত্র লিখে, বয়সের প্রমাণ, শিক্ষাগত এবং পূর্ব কাজের অভিজ্ঞতার মূল নথি এবং সেগুলির প্রত্যয়িত কপি নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন।

https://klyuniv.ac.in/ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এই ওয়েবসাইট থেকে রিক্রুটমেন্টে গেলে ইচ্ছুক আবেদনকারীরা বিস্তারিত জানতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement