UGC NET 2022 Result

বৃহস্পতিবারই প্রকাশিত হবে ইউজিসি নেটের রেজাল্ট, জানালেন ইউজিসি সভাপতি

পরীক্ষা হয়েছিল গত ২১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ। মোট ৫টি পর্যায়ে ৮৩টি বিষয়ের পরীক্ষা হয়েছিল কম্পিউটার ভিত্তিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ১৩:২৩
Share:

প্রকাশিত হবে ইউজিসি নেটের রেজাল্ট। প্রতীকী ছবি।

শেষমেশ অপেক্ষার অবসান! ১৩ই এপ্রিল, বৃহস্পতিবারই প্রকাশিত হবে ডিসেম্বর ২০২২-এর ইউজিসি নেটের ফলাফল। রেজাল্ট প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নিজের টুইটার হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)-এর সভাপতি এম জগদেশ কুমার। রেজাল্ট দেখা যাবে পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে।

Advertisement

ডিসেম্বর ২০২২ সেশনের জন্য এ বার মোট ৮,৩৪, ৫৩৭ জন পরীক্ষার্থী ইউজিসি নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) দিয়েছিলেন। পরীক্ষা হয়েছিল গত ২১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ। মোট ৫টি পর্যায়ে ৮৩টি বিষয়ের পরীক্ষা হয়েছিল কম্পিউটার ভিত্তিক। পরীক্ষার চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করা হয় গত ৬ এপ্রিল। ‘আনসার কি’-র ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল প্রস্তুত করেছে এনটিএ।

বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশের পর এনটিএ কৃতকার্যদের জন্য প্রকাশ করবে ই-সার্টিফিকেট এবং ‘জুনিয়র রিসার্চ ফেলশিপ’-এর পুরস্কারপত্রও।

Advertisement

রেজাল্ট প্রকাশের পর পরীক্ষার্থীদের ইউজিসি নেটের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in এ গিয়ে হোমপেজে রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর সেখানে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ এবং পাসওয়ার্ড দিলেই রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

এনটিএ-এর দ্বারা আয়োজিত এই পরীক্ষাটি ভারতের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বলে বিবেচিত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement