সেন্ট জ়েভিয়ার্স কলেজ। সংগৃহীত ছবি।
গবেষক নিয়োগ করা হবে কলকাতার সেন্ট জ়েভিয়ার্স কলেজে। সম্প্রতি এমনটা জানিয়ে কলেজের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সরকার অর্থপুষ্ট একটি বিশেষ প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। কাজটি রাজ্যের বয়স্ক মানুষদের অনিশ্চয়তা এবং সামাজিক সুরক্ষা নিয়ে। গবেষণার কাজে আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
কলেজের যে গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘ভালনারেবিলিটি অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অফ দি এল্ডারলি: এ স্টাডি উইথ রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর ‘ভিশন বিকশিত ভারত ২০৪৭’-এর অর্থপুষ্ট।
প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে চার মাস। এর পরে তাঁদের কাজের উপর নির্ভর করে মেয়াদ বাড়িয়ে ছ’মাস পর্যন্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়ঃসীমার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৩৭,০০০ টাকা।
প্রকল্পে আবেদনের জন্য সমাজবিজ্ঞানের কোনও বিষয়, বিশেষত অর্থনীতি/ রাশিবিজ্ঞান (স্ট্যাটিস্টিক্স)-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে অথবা থাকতে হবে এমফিল/ পিএইচডি। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মীদের নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানা যাবে কলেজের ওয়েবসাইট থেকে।