সেল-এ শিক্ষানবিশ পদে নিয়োগের ঘোষণা সংগৃহীত ছবি
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেল) গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণের জন্য আবেদনপত্র গ্রহণ করছে। যে প্রার্থীরা এই শিক্ষানবিশ পদে আবেদন জানাতে চান, তাঁরা সেল-এর সরকারি ওয়েবসাইট-apprenticeshipindia.org.-এ গিয়ে আবেদন জানাতে পারবেন।এই পদে আবেদন জানানোর আগে, চাকরিপ্রার্থীদের অনলাইন পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। যে প্রার্থীরা বাণিজ্যিক শিক্ষানবিশ পদে আবেদন জানাতে চান, তাঁদের apprenticeshipindia.org-পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে। যে প্রার্থীরা জাতীয় শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রকল্পের অধীনে স্নাতক বা টেকনিশিয়ান শিক্ষানবিশ পদে আবেদন জানাতে চান, তাঁদের portal.mhrdnats.gov.in-পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
এই পদগুলিতে আবেদন জানানোর নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে, সেগুলি হল:
শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীদের অন্তত একটি ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অথবা আইটিআই পাশ করতে হবে এই পদে আবেদন জানানোর জন্য।
বয়ঃসীমা
এই পদে আবেদন জানাতে গেলে ২০২২-এর ৩০ নভেম্বর তারিখে ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ২৪ বছর হতে হবে।
বৃত্তি
শিক্ষানবিশ পদগুলিতে নির্ধারিত সময়ে শিক্ষানবিশ আইন ১৯৬১ ও ১৯৬২ অনুযায়ী নিযুক্ত প্রার্থীদের বৃত্তি দেওয়া হবে।
শিক্ষানবিশ পদগুলিতে কী ভাবে আবেদন জানাবেন?
১. প্রথমে সরকারি ওয়েবসাইট-portal.mhrdnats.gov.in or apprenticeshipindia.org-এ যেতে হবে।
২. এর পরে নিজেদের নাম নথিভুক্ত করে শিক্ষানবিশ পদটি নির্বাচন করতে হবে।
৩. এ বারে আবেদনপত্রটি পূরণ করে জমা দিয়ে দিতে হবে।
৪. সব শেষে, পরীক্ষার্থীরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারেন।