ইউপিএসসি-এর ২০২১ মূল পরীক্ষার সংরক্ষিত তালিকার ফল প্রকাশ সংগৃহীত ছবি
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ২০২১-এর সিভিল সার্ভিস মূল পরীক্ষার সংরক্ষিত তালিকার ফল প্রকাশ করেছে। গত ১১ অক্টোবর এই ফল প্রকাশিত হয়েছে। মোট ৬৩ জন পরীক্ষার্থীর নাম এই সংরক্ষিত তালিকায় সুপারিশ করা হয়েছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট-upsc.gov.in-এ গিয়ে তালিকাটি দেখে নিতে পারবেন।
এই ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন পরীক্ষার্থী অসংরক্ষিত ক্যাটাগরি, ১২ জন পরীক্ষার্থী ওবিসি ক্যাটাগরি, ৪ জন পরীক্ষার্থী ইডাব্লিউএস ক্যাটাগরি এবং ১ জন পরীক্ষার্থী এসসি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন, যাঁরা বাকি শূন্যপদগুলিতে নিযুক্ত হবেন।
ইউপিএসসি ২০২১ সালের সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলটি গত ৩০ মে প্রকাশ করেছিল। মেধাতালিকায় মোট ৬৮৫ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল। মেধাতালিকার প্রথম তিনটি স্থান অধিকার করেছিলন তিন জন মহিলা প্রার্থী।
এই বছর ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমস পরীক্ষাটি ৫ জুন আয়োজন করেছিল এবং এর মূল পরীক্ষাটি ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল।