প্রকাশিত রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ওএমআর শিট। প্রতীকী ছবি।
চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডাব্লিউবিজেইই)-র ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিট প্রকাশ করা হয়েছে। বুধবারই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে তাঁদের ওএমআর শিট দেখতে পারবেন। প্রয়োজনে কোনও প্রশ্নের উত্তরের মূল্যায়নকে চ্যালেঞ্জও জানাতে পারবেন।
পরীক্ষার্থীরা প্রশ্নের উত্তর ‘রিভিউ’ -এর জন্য আবেদন জানাতে পারবেন আগামী ২০ মে বিকেল ৪টে পর্যন্ত। প্রতিটি উত্তর চ্যালেঞ্জ জানাতে পরীক্ষার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে। রিভিউয়ের পরই পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর এবং মেধতালিকা প্রস্তুত করা হবে।
পরীক্ষার্থীরা কী ভাবে ওএমআর শিট ডাউনলোড করবেন?
১। প্রথমে পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট wbjee.nic.in-এ যেতে হবে।
২। সেখানে ‘ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর ডাব্লিউবিজেইই ২০২৩’-লেখায় ক্লিক করতে হবে।
৩। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিয়ে লগ-ইন করতে হবে।
৪। এর পরই স্ক্রিনে দেখা যাবে ওএমআর শিট।
৫। ওএমআর শিট দেখার পর সেটি ডাউনলোড করে পরীক্ষার্থীরা যে কোনও উত্তরের মূল্যায়নকে চ্যালেঞ্জ জানাতে পারবেন।
গত ৩০ এপ্রিল, রোববার, এ বছরের জয়েন্ট পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা হয় সকাল ১১টা থেকে ১টা এবং দুপুর ২টো থেকে ৪টে— এই দু’টি পর্বে।