ONGC Training Programme 2023

দ্বাদশ উত্তীর্ণদের জন্য ওএনজিসি কলকাতায় ইনডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সুযোগ, জেনে নিন বিশদ

মোট ২৫টি আসনে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ০৮:৫৭
Share:

ছবি: টুইটার

দেশের দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়াদের ইনডাস্ট্রিয়াল ট্রেনিং শীর্ষক কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবে অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। মোট ২৫টি আসনে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

দ্বাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও আবেদনকারীদের দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের ২৪ বছর বা তার কম বয়সি হতে হবে।

Advertisement

নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:

  • ১০ থেকে ১২ মাসের জন্য এই প্রশিক্ষণ চলবে।
  • মেধা, শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
  • শর্তসাপেক্ষে অনলাইনেও ইন্টারভিউ নেওয়া হতে পারে।
  • শিক্ষার্থীদের কলকাতা, দিল্লি, মুম্বই, আগরতলা, চেন্নাই-সহ মোট ২১টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে।
  • প্রার্থীদের অনলাইন ফর্ম পূরণ করে আবেদনপত্র পাঠাতে হবে।
  • আবেদনপত্রের সঙ্গে ছবি, জন্মের প্রমাণপত্র, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপলোড করতে হবে।

নিযুক্তদের প্রতি মাসে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এই বিশেষ প্রশিক্ষণের জন্য ৩১ অগস্ট পর্যন্ত নাম নথিভুক্ত করা হবে। প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement