UGC NET

ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর ইউজিসি নেট পরীক্ষাটির চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ

আগামী ১২ অক্টোবরে এই পরীক্ষাটির আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি অনলাইনে কম্পিউটারে হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইট-https://ugcnet.nta.nic.in/-এ গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৮:৪৮
Share:

ইউজিসি নেট পরীক্ষাটির চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ সংগৃহীত ছবি

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইউজিসি নেট-এর ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর সম্মিলিত পরীক্ষার চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এই পরীক্ষাটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আয়োজিত হয়।

Advertisement

আগামী ১২ অক্টোবরে এই পরীক্ষাটির আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি অনলাইনে কম্পিউটারে হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইট-https://ugcnet.nta.nic.in/-এ গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। পরীক্ষার্থীদের যদি কোনও প্রশ্ন থাকে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয়, তা হলে তাঁরা এনটিএ-র হেল্প ডেস্কে ০১১-৪০৭৫৯০০০/০১১৬৯২২৭৭০ তে ফোন করতে পারেন বা এনটিএ-র মেল আইডি- ugcnet@nta.ac.in-তে মেল করতে পারেন।

Advertisement

এনটিএ এর আগেই ১২ অক্টোবরের পরীক্ষার ‘অ্যাডভান্সড সিটি ইন্টিমেশন স্লিপ’টি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে সেটি ডাউনলোড করে নিতে পারেন। নেট-এর ওড়িয়া ভাষার পরীক্ষাটির প্রথম স্লট আগামী ১২ অক্টোবর এবং দ্বিতীয় স্লটটি আগামী ২২ অক্টোবর আয়োজিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement