আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।
আইন বা ব্যবসা ক্ষেত্রে কেরিয়ার গড়ে তোলার জন্য কী কী প্রয়োজন? এ বার সেই সমস্ত বিষয় জানাতেই নতুন কোর্স নিয়ে হাজির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের তরফে অনলাইনেই প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীরা এই প্রশিক্ষণ কর্মসূচির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের এই প্রশিক্ষণ কর্মসূচিটি ‘কন্ট্র্যাক্ট নেগোসিয়েশন, ড্রাফট অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিষয়ক। আয়োজক প্রতিষ্ঠান অধীনস্থ রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। অনলাইনে চার দিন ধরে চলবে এই প্রোগ্রাম। ক্লাস লেকচার, প্র্যাক্টিক্যাল এক্সারসাইজ় এবং আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে অংশগ্রহণকারীদের।
প্রশিক্ষণের ক্লাস চলবে আগামী ৫ থেকে ৮ মে। পড়ুয়া, গবেষক, শিক্ষক বা বিভিন্ন সংস্থায় কর্মরতরা সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন। তাঁদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে যথাক্রমে ৪,৫০০ টাকা, ৫,০০০ টাকা, ৮,৫০০ টাকা এবং ১৫,০০০ টাকা।
সংশ্লিষ্ট প্রশিক্ষণের কোর্স থেকে চুক্তিবদ্ধ হওয়ার মৌলিক দিক, চুক্তির নানা কৌশল, চুক্তিপত্রের খসড়া তৈরি-সহ নানা বিষয় শেখানো হবে। ক্লাস নেবেন প্রতিষ্ঠানের অধ্যাপকেরা।
আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ‘কিউআর’ কোড স্ক্যান করে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।