NEET

নিট পিজি কাউন্সেলিংয়ের প্রথম পর্বের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, জেনে নিন প্রক্রিয়া

মেডিকেল কাউন্সেলিং কমিটি (এমসিসি) জানিয়েছে, পরীক্ষার্থীরা তাদের সরকারি ওয়েবসাইটে গিয়ে এই কাউন্সেলিং প্রক্রিয়ায় নাম রেজিস্টার করতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৬
Share:

নিট পিজি কাউন্সেলিংয়ের প্রথম পর্বের রেজিস্ট্রেশন সংগৃহীত ছবি

২০২২ এর নিট পিজি পরীক্ষার কাউন্সেলিং প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে। মেডিকেল কাউন্সেলিং কমিটি (এমসিসি) জানিয়েছে, পরীক্ষার্থীরা তাদের সরকারি ওয়েবসাইট- mcc.nic.in-এ গিয়ে এই কাউন্সেলিং প্রক্রিয়ায় নাম রেজিস্টার করতে পারবেন। পরীক্ষার্থীরা ৫০ শতাংশ সর্বভারতীয় কোটার প্রথম পর্বের কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে শূন্য আসন পূরণ করার জন্য মোট চারটি পর্বে ২০২২-এর নিট পিজি-র কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। যাঁরা নিট পিজি পরীক্ষায় পাশ করেছেন, সেই সব পরীক্ষার্থীরাই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তাঁরা বিভিন্ন কলেজে সর্বভারতীয় কোটায় ৫০ শতাংশ আসনে এবং ডিমড/ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়/ এএফএমএস/ পিজি ডিএনবি-তে ১০০ শতাংশ আসনে ভর্তির ক্ষেত্রে নিজের পছন্দের কোর্স বা কলেজ নির্বাচন করতে পারেন।

Advertisement

কী ভাবে কাউন্সেলিং প্রক্রিয়ায় রেজিস্টার করতে পারেন?

১. প্রথমে পরীক্ষার্থীদের এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ যেতে হবে।

Advertisement

২. এ বার হোমপেজে যে রেজিস্ট্রেশন লিঙ্কটি দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।

৩. এর পর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করে ফেলতে হবে নিজেদের নাম।

৪. এর পর আবার লগ-ইন করে আবেদনপত্রটি পূরণ করতে হবে।

৫. পরবর্তী ধাপে সমস্ত নথি আপলোড করে, রেজিস্ট্রেশনের জন্য বরাদ্দ মূল্য দিয়ে সাবমিট করে দিতে হবে।

৬. সব শেষে, পরীক্ষার্থীরা আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে ।

এই বছর কাউন্সেলিং প্রক্রিয়ার মোট ৬১০২ টি কলেজ এবং ৬৪৯ টি হাসপাতাল অংশগ্রহণ করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement