Registration for NEET MDS 2024

ডেন্টাল সার্জারি নিয়ে স্নাতকোত্তর পড়বেন? শুরু হয়েছে নিট এমডিএস-র আবেদন প্রক্রিয়া

চিকিৎসক পেশার যে কোনও বিভাগ নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়তে হলে উত্তীর্ণ হতে হয় ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নিট), অর্থাৎ চিকিৎসাবিদ্যা নিয়ে পড়ার প্রবেশিকা পরীক্ষা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:৫৭
Share:

প্রতীকী ছবি।

ডেন্টাল সার্জারি নিয়ে স্নাতক হওয়ার পর অনেকেই স্নাতকোত্তর (মাস্টার অফ ডেন্টাল সার্জারি বা এমডিএস) স্তরে পড়ার প্রস্তুতি নিয়ে থাকেন। তবে, চিকিৎসক পেশার যে কোনও বিভাগ নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পড়তে হলে উত্তীর্ণ হতে হয় ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নিট), অর্থাৎ চিকিৎসাবিদ্যা নিয়ে পড়ার প্রবেশিকা পরীক্ষা। সম্প্রতি নিট এমডিএস-এ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন (এনবিই)-র তরফে। এনবিই-র ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।

Advertisement

নিট এমডিএস ২০২৪-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ জানুয়ারি থেকে, চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছরের পরীক্ষা শুরু হবে ১৮ মার্চ ’২৪ থেকে। কম্পিউটারে পরীক্ষা নেওয়া হবে। তিন ঘণ্টার পরীক্ষা হবে, সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

নিট এমডিএস-র জন্য কী যোগ্যতা প্রয়োজন?

Advertisement
  • প্রথমত, ভারতের নাগরিক হতে হবে। প্রার্থীর কাছে নাগরিকত্বের পরিচয়পত্র থাকা প্রয়োজন।
  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি উত্তীর্ণ হতে হবে।
  • ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
  • ১২ মাসের ‘রোটারি ইন্টার্নশিপ’ থাকতে হবে।

কী ভাবে রেজিস্ট্রেশন করবেন?

১) প্রার্থীকে প্রথমে এনবিই-র ওয়েবসাইটে যেতে হবে।

২) ‘হোমপেজ’ থেকে ‘এগজ়ামিনেশন’-এ যাওয়া প্রয়োজন।

৩) সেখান থেকে নিট এমডিএস-এ যেতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া রয়েছে।

৪) এর পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কে গিয়ে যাবতীয় তথ্য প্রদান করতে হবে।

৫) পাশাপাশি, প্রয়োজনীয় নথি আপলোড করা প্রয়োজন।

৬) এর পরের ধাপে আবেদনমূল্য জমা দিতে হবে।

৮) সমস্ত তথ্য পূরণ, নথি আপলোড এবং টাকা জমা দেওয়া হয়ে গেলে, শেষে ‘সেভ’ করতে হবে, এবং পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্রের ‘প্রিন্ট আউট’ নিয়ে রাখতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনের ওয়েবসাইট দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement