NBE

স্পনসর্ড ডিএনবি (পোস্ট এমবিবিএস) প্রথম রাউন্ড কাউন্সেলিংয়ের ফল প্রকাশ করল এনবিই

এনবিই (দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন)-এর সরকারি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৮:০৬
Share:

প্রতীকী ছবি

স্পনসর্ড ডিএনবি (পোস্ট এমবিবিএস) প্রথম রাউন্ড কাউন্সেলিংয়ের ফল প্রকাশ করা হয়েছে। এনবিই (দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন)-এর সরকারি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। স্পনসর্ড ডিএনবি (পোস্ট এমবিবিএস) ২০২২ সালে ভর্তির জন্য কাউন্সেলিংয়ের ফল প্রকাশ করা হয়েছে।

Advertisement

এনবিই-এর সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বছরের কোর্স ফি এবং যোগদানের বিশদ বিবরণের বিস্তারিত ৩ নভেম্বর ২০২২ তারিখের দেওয়া নোটিশে দেখা যাবে। এবং নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ আসনের জন্য টাকা জমা দিতে না পারলে আসন বাতিল হতে পারে।

কী ভাবে দেখতে পাবেন ফলাফল?

Advertisement

https://counseling.nbe.edu.in/ এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে শিক্ষার্থীদের।

স্পনসর্ড ডিএনবি (পোস্ট এমবিবিএস)-এর লিঙ্কে যেতে হবে।

রোল নম্বর বা মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

এর পরেই শিক্ষার্থীরা রাউন্ড ১ এর আসন বরাদ্দ ফলাফল দেখতে পায়ে যাবেন।

পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখা ভাল।

যে শিক্ষার্থীরা ২২ নভেম্বরের মধ্যে বরাদ্দ ইন্সটিটিউটে যোগদান করবেন না, তাঁদের স্পনসর্ড ডিএনবি (পোস্ট এমবিবিএস)-এর বরাদ্দ আসন বাতিল হতে পারে।

এই https://natboard.edu.in/ থেকে এই বিষয় বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement