National Power Training Institute

ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটে পড়তে চান? চলছে একাধিক কোর্সে ভর্তির প্রক্রিয়া

পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স (পিজিডিসি, পিপিই)-সহ আরও কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৬:৩৯
Share:

ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটে একাধিক কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য চারটি কোর্সে ভর্তি নেওয়া হবে। যে চারটি কোর্সের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলি হল:

১) পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স (পিজিডিসি, পিপিই)।

Advertisement

২) পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে এক বছরের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স (জিইসি, পিপিই)।

৩) ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম বিভাগে ২৬ সপ্তাহের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স (পিজিডিসি ইন টি অ্যান্ড ডি সিস্টেম)।

৪) পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে এক বছরের পোস্ট ডিপ্লোমা কোর্স (পিডিসি, পিপিই)।

প্রতিটি কোর্সে ভর্তির যোগ্যতা জানতে প্রার্থীকে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীকে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র পূরণ করা দরকার। পাশাপাশি আবেদন মূল্যও জমা দিতে হবে। ২৪ জুলাই পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। ২৮ জুলাই মেধাতালিকা প্রকাশিত হবে। অনলাইন কাউন্সেলিং হবে ১ এবং ২ অগস্ট। ৭ অগস্ট থেকে রিপোর্টিং এবং ক্লাস শুরু হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement