প্রতীকী ছবি
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং নেভাল অ্যাকাডেমির তরফ থেকে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ফলাফল। তালিকায় ৫১৯ জন প্রার্থীর নাম দেওয়া হয়েছে মেধার ভিত্তিতে। এই ফলাফলের তালিকায় মেডিক্যাল পরীক্ষার নম্বর যুক্ত করা হয়েনি বলেই জানানো হয়েছে। ১০ এপ্রিল ২০২২ তারিখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। তারই ফলাফল প্রকাশ করা হয়েছে।
তালিকায় থাকা সমস্ত অস্থায়ী প্রার্থীকে প্রয়োজনীয় নথি ইউপিএসসি-তে নয়,সরাসরি অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অফ রিক্রুটিং অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
https://upsc.gov.in/ এই ওয়েবসাইট থেকে প্রার্থীরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।