প্রতীকী ছবি।
নির্ধারিত দিনে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সুপার স্পেশালিটি (নিট-এসএস) পরীক্ষা হচ্ছে না। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
সর্বভারতীয় স্তরে বিশেষ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে ওঠার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন রয়েছে। চলতি বছরের অগস্ট মাসের প্রথম সপ্তাহে ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস-এর তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে নিট-এসএস পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল।
বোর্ডের তরফে জানানো হয়েছে, দিল্লিতে ৮ থেকে ১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। পূর্বের নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন বিভাগের নিটএসএস পরীক্ষা ৯ এবং ১০ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।
চলতি বছরের ২৭ জুলাই থেকে নিট-এসএস পরীক্ষায় নাম নথিভুক্তকরণ চালু হয়েছিল। ১৬ অগস্ট রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত নাম নথিভুক্ত করা হয়। বোর্ড সূত্রে খবর, শীঘ্রই ওয়েবসাইটে পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্যে ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেসের ওয়েবসাইট দেখে নিতে হবে।