NEET PG

নিট পিজি কাউন্সেলিংয়ের সংশোধিত সময়সূচি প্রকাশ, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কবে থেকে?

পরীক্ষার্থীরা এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে সম্পূর্ণ সময়সূচিটি দেখে নিতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ২০:৪৮
Share:

নিট পিজি কাউন্সেলিং। প্রতীকী ছবি।

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট পিজি কাউন্সেলিংয়ের 'স্ট্রে ভ্যাকেন্সি' রাউন্ডের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে সম্পূর্ণ সময়সূচিটি দেখে নিতে পারবেন।

Advertisement

সর্বভারতীয় কোটার এবং কেন্দ্রীয় ও ডিমড প্রতিষ্ঠানের জন্য 'স্ট্রে ভ্যাকেন্সি' রাউন্ডগুলি ২৮-২৯ নভেম্বরের মধ্যে আয়োজিত হবে। রাজ্য স্তরে এই কাউন্সেলিং প্রক্রিয়া ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সমস্ত ক্যাটেগরির প্রার্থীদের বরাদ্দ কলেজগুলিতে ২ ডিসেম্বরের মধ্যে রিপোর্টিং করতে হবে।

নিট পিজির শিক্ষাবর্ষটি গত ২০ অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে। এ ছাড়া,উত্তরপ্রদেশ ও কর্নাটকে নিট পিজি কাউন্সেলিংয়ের মপ আপ রাউন্ডটিও কিছু দিন আগে আয়োজিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement