KNU Admission 2024-25

কনজ়ারভেশন বায়োলজি-সহ একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে

অনলাইনে আগ্রহী স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৭
Share:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উদ্ভিদবিদ্যা কিংবা প্রাণিবিদ্যায় স্নাতকেরা কনজ়ারভেশন বায়োলজি নিয়ে পড়ার সুযোগ পেতে পারেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ের জন্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে মোট ৭২টি এবং দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে মোট ২৮টি আসন বরাদ্দ করা হয়েছে।

Advertisement

এ ছাড়াও আরও ২৩টি বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হবে। নিচে সমস্ত বিষয়ের তালিকা দেওয়া হল—

১. বাংলা

Advertisement

২. ইংরেজি

৩. হিন্দি

৪. ইতিহাস

৫. আইন

৬. দর্শন

৬. রাষ্ট্রবিজ্ঞান

৭. অঙ্ক

৮. উর্দু

৯. অ্যানিম্যাল সায়েন্স

১০. এডুকেশন

১১. গণিত

১২. অ্যাপ্লায়েড সাইকোলজি

১৩. পদার্থবিদ্যা

১৪. রসায়ন

১৫. বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন

১৬. জিও ইনফরমেটিক্স

১৭. কম্পিউটার অ্যাপ্লিকেশন

১৮. নজরুল সঙ্গীত

১৯. সংস্কৃত

২০. সোশ্যাল ওয়ার্ক

২১. প্রাণিবিদ্যা

২২. বাণিজ্য

২৩. অ্যাপ্লায়েড জিয়োলজি

উল্লিখিত বিষয়ে কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। এর জন্য আলাদা করে কোনও ফি বরাদ্দ করা হয়নি। প্রবেশিকা, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

বিষয়ের ভিত্তিতে কোর্স ফি হিসাবে ২,৩৯৫ টাকা থেকে ২৩,৬৭৫ টাকা ধার্য করা হয়েছে। ৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন পোর্টাল চালু রাখা হবে। ২০ সেপ্টেম্বর প্রথম মেধাতালিকা এবং ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হবে। ক্লাস ৩ অক্টোবর থেকে শুরু হবে।

আগ্রহীদের অনলাইনে ১৯ সেপ্টেম্বর প্রবেশিকা দিতে হবে। ওই পরীক্ষা দু’ঘন্টার মধ্যে সম্পন্ন হবে। এর পাশাপাশি, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ যাথাক্রমে ১৯ সেপ্টেম্বর এবং ২০ সেপ্টেম্বর নেওয়া হবে। এই সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেশ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement