যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
নতুন একটি বিষয়ে কোর্স করানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডি সেন্টারের তরফে এই কোর্স করানো হবে। পাঠক্রমটি স্বল্পমেয়াদি। এর জন্য আগ্রহীরা অফলাইনে আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট পাঠক্রমটির নাম— ‘ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স’। মূলত বিভিন্ন রোগ নিরাময়ে কী ভাবে ক্লিনিক্যাল রিসার্চ ক্ষেত্রের নিয়ামক সংস্থাগুলির নিয়মবিধি মেনে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা উচিত, তা-ই শেখানো হবে এই কোর্সে। এটি পিজি ডিপ্লোমা কোর্স। চলবে এক বছর ধরে। কোর্স আয়োজনের দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বায়োইকুইভ্যালেন্স স্টাডি সেন্টার।
এক বছরের কোর্সটি দু’টি সিমেস্টারে বিভক্ত। আগামী মে মাস থেকে পাঠক্রমের ক্লাস হবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সেন্টারে। প্রতি শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ক্লাস। কোর্স ফি-র পরিমাণ ৯০,০০০ টাকা।
সংশ্লিষ্ট কোর্সে মোট ২৫টি আসনে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে। আবেদনকারীদের বিফার্ম/ এমফার্ম/ বিএসসি (বায়োসায়েন্স বা মাইক্রোবায়োলজি বা জীবনবিজ্ঞানের অন্য কোনও বিষয়ে)/ বিটেক (কেমিক্যাল বা বায়োটেকনোলজিতে)/ এমবিবিএস/ বিএইচএমএস/ বিডিএস/ বিএমএস/ নার্সিং/ বিভিএসসি ডিগ্রি থাকা জরুরি।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্টাডি সেন্টার থেকে আবেদনপত্র সংগ্রহ এবং সেটি পূরণ করে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে এপ্রিল মাস পর্যন্ত। এর পরে তাঁদের যোগ্যতার ভিত্তিতে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।