Jadavpur University

ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশনের কোর্স করতে চান? সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

ন্যাশনাল কাউন্সিল অব টিচার এডুকেশন দ্বারা স্বীকৃত বিপিএড দু’ বছরের কোর্স। কোর্স মূল্য ১৩ হাজার টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২০
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রায়ই প্রকাশিত হচ্ছে বিভিন্ন ধরণের কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। সেই মতোই ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ন্যাশনাল কাউন্সিল অব টিচার এডুকেশন দ্বারা স্বীকৃত বিপিএড দু’বছরের কোর্স। কোর্স মূল্য ১৩ হাজার টাকা।

Advertisement

ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বরে ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও, যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরে ব্যাচেলর ডিগ্রি-সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। আবার, যদি অন্য বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকে কিন্তু বাধ্যতামূলক বিষয় বা ইলেক্টিভ বিষয় ফিজিক্যাল এডুকেশন থাকে তাঁরাও ভর্তির আবেদন করতে পারবেন।

Advertisement

নিয়োগ প্রক্রিয়া:

৫০ নম্বরের প্র্যাক্টিক্যাল পরীক্ষা , ৩০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বরের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের http://www.jaduniv.edu.in/ এই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। ১৪ মার্চের মধ্যে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটটি দেখুন: http://www.jaduniv.edu.in/।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement