Initium 10.0

ক্যাম্পাসেই মেধা-কৃষ্টি-প্রযুক্তির মেলবন্ধন, শামিল শিল্প মহলের বিশেষজ্ঞরা

ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিভাগের পড়ুয়াদের নিয়ে শিল্প, প্রযুক্তিবিদ্যা চর্চার বিশেষ প্রদর্শনীর আয়োজনে শামিল হয়েছিলেন শিল্প মহলের বিশেষজ্ঞরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১২:৫৭
Share:
Students get the opportunity to discuss directly with experts.

বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পান পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

মাইনিং, সিভিল-সহ ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিভাগের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ উৎসব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর আয়োজিত ‘ইনিশিয়াম ১০.০’ শীর্ষক এই উৎসবে শামিল হন কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ মাইন সেফটি বিভাগের চিফ ইনস্পেক্টর এবং ডিরেক্টর জেনারেল উজ্জ্বল তা, হিন্দুস্থান কপার লিমিটেডের এগজ়িকিউটিভ ডিরেক্টর উমেশ সিংহ-সহ শিল্পমহলের বিশেষজ্ঞেরা।

Advertisement
The details of entering the profession are also discussed.

পেশাপ্রবেশের খুঁটিনাটি নিয়েও চলে চর্চা। নিজস্ব চিত্র।

উল্লেখ্য, আইআইইএসটি, শিবপুরের প্রাক্তনী উজ্জ্বল তা’কে সংবর্ধনাও দেওয়া হয়। ক্যুইজ প্রতিযোগিতা, অভিনব যন্ত্র এবং চিত্রকলার প্রদর্শনী-র মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭ মার্চ থেকে ৮ মার্চ— দু’দিন ধরে উৎসব পালন করেন পড়ুয়ারা।

এ ছাড়াও চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে কতটা প্রস্তুতি প্রয়োজন, বিভিন্ন ধরনের গ্যাজেটস তৈরি করতে গেলে কী কী বিষয়ে দক্ষ হতে হবে— এমন বিষয়গুলি নিয়েও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

Advertisement

সাংস্কৃতিক অনুষ্ঠানে শামিল পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

এ ছাড়াও বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের সঙ্গে বার্ষিক সভাও করেন আইআইইএসটি-র মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা। পেশাপ্রবেশ, বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের উন্নতি এবং অন্যান্য বিষয় নিয়ে এই সভায় আলোচনা করতে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ইঞ্জিনিয়াররাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement