টেলিকমিউনিকেশন বিভাগে চাকরির সুযোগ। প্রতীকী ছবি।
কেন্দ্র সরকারের টেলিকমিউনিকেশন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। দেখে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।
সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদের জন্য কলকাতা, দিল্লি-সহ দেশের আরও রাজ্যে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে মোট ২৭০টি।
এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে অথবা ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স/ টেলিকমিউনিকেশন/ ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক হওয়া প্রয়োজন। আবেদনকারীর বয়স ৫৬ বছরের মধ্যে থাকা প্রয়োজন।
প্রতি মাসে ৪৭,৬০০ থেকে ১,৫১,১০০ টাকা বেতন ধার্য করা হয়েছে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন-প্রক্রিয়া
https://dot.gov.in/— এই ওয়েবসাইটের ‘কেরিয়ার’-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এর পর প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ইচ্ছুক প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি ’২৩-এর মধ্যে আবেদন জানানো আবশ্যক।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের এই ওয়েবসাইটটি দেখুন— https://dot.gov.in/।