ক্ল্যাট। প্রতীকী ছবি।
কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৩-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দ্য কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এনএলইউএস)-এর অধীনে আইন বিশ্ববিদ্যালয়েগুলিতে ভর্তির জন্য ক্ল্যাট ২০২৩-এর কাউন্সেলিং প্রক্রিয়ার রেজিস্ট্রেশন শুরু করেছে এনএলইউএস।
কাউন্সেলিং-এর জন্য শিক্ষার্থীদের ১২ জানুয়ারি ২০২৩-এর মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাঁচটি ধাপে হতে পারে ক্ল্যাট ২০২৩-এর কাউন্সেলিং প্রক্রিয়া। ক্ল্যাটের ফলাফলের উপর ভিত্তি করে মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে।
ক্ল্যাট ২০২৩ পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী পাশ করেছেন, তাঁদের রেজিস্টার্ড ইমেল এবং ফোন নম্বরে কাউন্সেলিং প্রক্রিয়ার রেজিস্ট্রেশনের জন্য ডাকা হবে। শিক্ষার্থীদের এনএলইউএস-এর দেওয়া কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি ভাল করে পড়তে বলা হয়েছে। এনএলইউএস-এর ওয়েবসাইট থেকে ‘ক্ল্যাট ২০২৩’-এ গিয়ে শিক্ষার্থীরা কাউন্সেলিং প্রক্রিয়া অংশ নিতে পারবেন এবং বরাদ্দ টাকা জমা দিতে পারবেন। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ৩০ হাজার টাকা এবং বাকি বিভাগের প্রার্থীদের জন্য ২০ হাজার টাকা রেজিস্ট্রেশন মূল্য বাবদ জমা করতে হবে।
কাউন্সেলিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখ:
এর পর মে মাসে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তালিকা প্রকাশিত হতে পারে। ক্ল্যাট ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে https://consortiumofnlus.ac.in/ এই ওয়েবসাইটটি দেখুন।
সাধারণত, দ্বাদশ শ্রেণির পর যে সমস্ত শিক্ষার্থী দ্য কনর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি-এর অধীনে আইন নিয়ে পড়াশোনা করতে চান বা আইন নিয়ে স্নাতক হওয়ার পর যাঁরা এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে চান, তাঁদের ক্ল্যাট-এ উত্তীর্ণ হতে হয়।