Central Industrial Security Force

কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে ৭০৬টি শূন্যপদে সাব ইনস্পেক্টর নিয়োগ

৭০৬টির মধ্যে সাধারণ বিভাগে ৫৪৯টি, তফসিলি ১০৫টি এবং তফসিলি জনজাতির জন্য ৫২টি শূন্যপদ রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ০৯:০২
Share:

চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Advertisement

লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এগজামিনেশন (এলসিডিসি)-এর মাধ্যমে ৭০৬ জনকে সাব ইনস্পেক্টর পদে নিয়োগ করা হবে। ৭০৬টির মধ্যে সাধারণ বিভাগে ৫৪৯টি, তফসিলি ১০৫টি এবং তফসিলি জনজাতির জন্য ৫২টি শূন্যপদ রয়েছে।

আবেদনের যোগ্যতা

Advertisement

হেড কনস্টেবল, কনস্টেবল, ট্রেডসম্যান পদে যারা বিগত ৫ বছর কর্মরত রয়েছেন তাঁরা আবেদন করতে পারবেন এই পদের জন্য। ১ অগাস্ট ২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যদিও, সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীর পূর্ববর্তী অভিজ্ঞতা যাচাই করা হবে। এর পর লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার মধ্য দিয়ে মেধাতালিকার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

আবেদন-প্রক্রিয়া

https://www.cisfrectt.in/ এই ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যে জমা করতে হবে। ৫ ফেব্রুয়ারি ’২৩-এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এই ওয়েবসাইটটি দেখুন—https://www.cisfrectt.in/।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement