Indian Oil Recruitment 2023

ইন্ডিয়ান অয়েলে গেট-এ উত্তীর্ণ ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ, কী ভাবে আবেদন করবেন?

ইঞ্জিনিয়ার/ অফিসার পদে নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা। অন্যদিকে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারদের মাসিক বৃত্তি হবে ৬০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৮:১০
Share:

ইন্ডিয়ান অয়েলে গেট পরীক্ষায় উত্তীর্ণ ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ। সংগৃহীত ছবি।

ইঞ্জিনিয়ারিং স্নাতক, রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ উত্তীর্ণ হওয়ার শংসাপত্রও! এমন যোগ্যতাতেই এ বার চাকরির সুযোগ রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। প্রার্থীদের অনলাইনেই আবেদন করতে হবে।

Advertisement

সংস্থায় বিভিন্ন বিভাগে ইঞ্জিনিয়ার বা অফিসার নিয়োগ করা হবে। এ ছাড়াও নেওয়া হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার। যথাযথ ভাবে কাজ করলে প্রশিক্ষণ শেষে সংস্থায় অফিসার পদে নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারদের। যে বিষয় বা বিভাগের জন্য নিয়োগ হবে, সেগুলি হল- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

সংশ্লিষ্ট বিষয় নিয়ে চলতি বছরে যাঁরা গেট-এ পাশ করেছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন। একই সঙ্গে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই/ বিটেক ডিগ্রিও। যাঁরা ইন্টিগ্রেটেড কোর্সের মাধ্যমে বা বিই/ বিটেক-এর ডুয়াল ডিগ্রি কোর্সের মাধ্যমে এমটেক করছেন এবং চলতি বছরে গেট পাশ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। এ সবের পাশাপাশি থাকতে হবে ফিজিক্যাল ফিটনেসও।

Advertisement

আবেদনের জন্য অসংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। ইঞ্জিনিয়ার/ অফিসার পদে নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা। অন্যদিকে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারদের মাসিক বৃত্তি হবে ৬০,০০০ টাকা।

প্রার্থীদের নিয়োগ হবে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন এবং গ্রুপ টাস্কের উপর ভিত্তি করে। সংস্থার ওয়েবসাইটে গিয়েই প্রার্থীদের আবেদন জানাতে হবে। জমা দিতে সমস্ত প্রয়োজনীয় নথি। আবেদনের শেষ দিন আগামী ২২ জুন। নিয়োগের বিষয়ে আরও বিশদে জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement