কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয় সুযোগ দিচ্ছে স্ট্যাটিস্টিক্সে পিএইচডি করার। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক্স বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মোট আসন সংখ্যা ছ’টি। আবেদনের জন্য ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর (এমএসসি) যোগ্যতা থাকা দরকার। আবেদন করতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর প্রয়োজন। বিদেশি শিক্ষার্থীরাও এতে যোগ দিতে পারবেন। তবে, সে ক্ষেত্রে কিছু শর্তাবলি রয়েছে। সেগুলি জানতে এবং বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখা যেতে পারে।লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী। তবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণদের লিখিত পরীক্ষা দিতে হবে না। সে ক্ষেত্রে শুধু ইন্টারভিউতেই বসা প্রয়োজন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। পাশাপাশি, অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়া দরকার। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে, অথবা মেল করলেও চলবে। ৫ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হবে ১২ অক্টোবর। লিখিত পরীক্ষার মেধাতালিকা প্রকাশ হবে ৩ নভেম্বর। ইন্টারভিউ হবে ৯ নভেম্বর। বাছাই প্রার্থীদের মেধাতালিকা প্রকাশিত হবে ৩০ নভেম্বর ’২৩।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।