Bharat Electronics Limited

প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে একাধিক আসনে নিয়োগ ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড-এর

এই পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ২০:৩৩
Share:

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল) একটি নবরত্ন কোম্পানি। সেই ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বেল-এর সরকারি ওয়েবসাইট -https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements-এ গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

Advertisement

এই পদে প্রার্থীদের সাময়িক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই নিয়োগের ব্যাপারে নানা তথ্য এ বার সংক্ষেপে দেখে নেওয়া যাক।

Advertisement

পদ: প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১টি

শূন্য আসন: ইলেকট্রনিক্স ২৭টি, মেকানিক্যাল ৫টি

সংরক্ষিত আসন: জেনারেল প্রার্থীদের জন্য ১৩টি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ৩টি, ওবিসি প্রার্থীদের জন্য ৯টি, এসসি প্রার্থীদের জন্য ৫টি এবং এসটি প্রার্থীদের জন্য ২টি।

বয়ঃসীমা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/মেকানিক্যাল-এ ৫৫ শতাংশ নম্বর নিয়ে ৪ বছরের বিটেক বা বিই ডিগ্রি পাশ করতে হবে।

কাজের অভিজ্ঞতা: পড়াশোনা শেষ করার পর আবেদনাকারীদের ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির পোস্টিং: মুম্বই বা কলকাতায় নির্বাচিত প্রার্থীদের কাজের পোস্টিং দেওয়া হবে।

চাকরির মেয়াদ: প্রাথমিক ভাবে নিযুক্ত প্রার্থীদের ৩ বছরের জন্য কাজে নিযুক্ত করা হবে। তবে পরবর্তী কালে প্রয়োজন অনুসারে এই চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হতে পারে।

বেতন কাঠামো: নির্বাচিত প্রার্থীদের প্রথম বছরে ৪০০০০ টাকা, দ্বিতীয় বছরে ৪৫০০০ টাকা, তৃতীয় বছরে ৫০০০০ টাকা এবং চতুর্থ বছরে ৫৫০০০ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়াও, প্রতি বছর নানা সুযোগ সুবিধার জন্য বার্ষিক ১২০০০ টাকা প্রার্থীদের দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া: এই পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

আবেদন প্রক্রিয়া: সমস্ত প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্রটি প্রার্থীদের ডিজিএম,ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, জালাহাল্লি পিও, বেঙ্গালুরু-৫৬০০১৩ ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জানানোর শেষ দিন ২৪ ডিসেম্বর।

আবেদনমূল্য: এই পদে আবেদন জানানোর জন্য ৪৭২ টাকা জমা দিতে হবে। তবে এসসি,এসটি ও পিডব্লিউডি প্রার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য কোনও টাকা জমা দিতে হবে না।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement