Madhyamik Exam Results

মাধ্যমিকের ফল কি শীঘ্রই? শনিবার থেকে শুরু হচ্ছে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া

শনিবার সকাল ১১টা থেকে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করা হবে। এই প্রক্রিয়া চলবে আগামী ১ মে, সোমবার মধ্যরাত পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৯:১২
Share:

গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রতীকী ছবি।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল কি এ বার শীঘ্রই প্রকাশ করা হবে? ইতিমধ্যেই পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখার কাজ শেষ হয়েছে। এ বার অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করা হবে। শনিবার থেকেই এই প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে। চলবে ১ মে পর্যন্ত। এই মর্মে মুখ্য পরীক্ষকদের উদ্দেশে বিজ্ঞপ্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement

শনিবার সকাল ১১টা থেকে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করা হবে। এই প্রক্রিয়া চলবে আগামী ১ মে, সোমবার মধ্যরাত পর্যন্ত। স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইনে এই প্রক্রিয়া করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে নম্বর যাচাইয়ের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেটি হল www.wbbsedata.com। তবে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এমন অনেক পরীক্ষক রয়েছেন, যাঁদের বাড়িতে ইন্টারনেট পরিষেবা নেই। ফলে এই প্রক্রিয়ার জন্য তাঁদের সাইবার ক্যাফেতে যেতে হবে। সেক্ষেত্রে নম্বর যাচাই প্রক্রিয়া কতটা সুরক্ষিত থাকবে এবং স্বচ্ছতা বজায় থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

Advertisement

এর আগে, পর্ষদ সূত্রে জানা গিয়েছিল, মাধ্যমিক পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখা, নম্বর দেওয়া থেকে শুরু করে যাচাই পদ্ধতি অর্থাৎ ফলপ্রকাশের আগে পর্যন্ত মোট ৫টি ধাপ পেরোতে হয় পর্ষদকে। তার মধ্যে ২টি ধাপ হল উত্তরপত্র নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব এবং তা যাচাই পদ্ধতি। এই ২টি ধাপ প্রতি বারের মতো হাতেকলমে না করে অনলাইনে করতে চায় পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ প্রক্রিয়া দ্রুততর করতেই এই উদ্যোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement