ইউজিসি নেট চতুর্থ পর্যায়ের উত্তর সঙ্কেত সংগৃহীত ছবি
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইউজিসি নেটের চতুর্থ পর্যায়ের উত্তর সঙ্কেতগুলি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ইউজিসি-র ওয়েবসাইট-ugcnet.nta.nic.in.-এ গিয়ে উত্তর সঙ্কেতগুলি দেখে নিতে পারবেন।
নেটের চতুর্থ পর্যায়ের পরীক্ষাগুলি গত ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে আয়োজিত হয়েছিল। উত্তর সঙ্কেতে কোনও ভুল-ত্রুটি থাকলে সে ব্যাপারে পরীক্ষার্থীরা ২৪ অক্টোবর বিকেল ৫ টার আগে পর্যন্ত আপত্তি জানাতে পারবেন। আপত্তি জানানোর জন্য প্রতি প্রশ্নে পরীক্ষার্থীদের ২০০ টাকা করে জমা দিতে হবে। এই টাকাটি অনলাইন মাধ্যমে ২৪ অক্টোবর রাত ১১.৫০-এর আগে জমা দিতে হবে পরীক্ষার্থীদের।
পরীক্ষার্থীরা কী ভাবে উত্তর সঙ্কেতগুলি দেখবেন?
১. তাঁদের প্রথমে ইউজিসি-র সরকারি ওয়েবসাইট -ugcnet.nta.nic.in.-এ যেতে হবে।
২. এর পর হোম পেজে ২০২২-এর ইউজিসি নেটের উত্তর সঙ্কেতের যে লিঙ্কটি দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।
৩. এ বার লগ ইন পেজে অ্যাপ্লিকেশন নম্বর,জন্মতারিখ ও সুরক্ষা পিন দিয়ে লগ ইন করতে হবে।
৪. লগ ইন করলেই স্ক্রিনে উত্তর সঙ্কেতগুলি দেখা যাবে।
৫. পরীক্ষার্থীরা এই উত্তর সঙ্কেত ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।
পরীক্ষার্থীরা উত্তর সঙ্কেতের ব্যাপারে আপত্তি জানালে সেটি সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করে দেখা হবে। যাচাইয়ের পর যদি দেখা যায় পরীক্ষার্থীদের দাবিটি সঠিক, তা হলে উত্তর সঙ্কেতগুলি সংশোধন করা হবে । এই সংশোধিত উত্তর সঙ্কেত এর পর সকল পরীক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে ।