Tollywood News

শুটিং আর পড়াশোনা নিয়ে হিমশিম! মেয়ের ‘হোমস্কুলিং’-এর সিদ্ধান্ত নিলেন অভিষেক স্ত্রী সংযুক্তা?

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়কে কিছু দিন আগেই ছোট পর্দায় দেখেছেন দর্শক। কিন্তু এক দিকে শুটিং অন্য দিকে পড়াশোনা নিয়ে হিমশিম অবস্থা হয়েছিল তার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৪
Share:
Abhishek Chatterjee

কী সিদ্ধান্ত নিলেন সংযুক্তা?; ছবি: সংগৃহীত।

সদ্য অভিনয় যাত্রা শুরু করেছে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় হাতেখড়ি তার। এই মুহূর্তে দশম শ্রেণির ছাত্রী সে। এক দিকে স্কুল এবং অন্য দিকে ১৪ ঘণ্টা ধারাবাহিকের শুটিং, সবটাই সমান তালে সামলাচ্ছিল সে। কিন্তু কাজ আর পড়াশোনা দু’টো একসঙ্গে খুবই চাপ পড়ে যাচ্ছিল সাইনার। তাই বড় সিদ্ধান্ত নিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। প্রথাগত স্কুল ছাড়িয়ে ‘হোম স্কুলিং’-এর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংযুক্তার কথায়, এই সব কিছুই নেপথ্যে থেকে অভিষেক তাঁকে দিয়ে করিয়ে নেন।

Advertisement

আনন্দবাজার ডট কমকে সংযুক্তা বলেন, “খুব কঠিন ছিল এই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু আমার মুম্বইয়ের বন্ধুরাই পরামর্শ দিল যে ওকে চাপ না দিয়ে যেন হোম স্কুলিং করাই। আমিও খোঁজ নিয়ে দেখলাম ব্যাপারটা খারাপ না। আর শিশুদের উপর চাপও সৃষ্টি হয় না।”

এই ‘হোম স্কুলিং’ বিষয়টি কী?

Advertisement

প্রথাগত পড়াশোনার চাপে অনেক সময়ই শিশুরা নিজেদের পছন্দের জিনিসগুলির উপর গুরুত্ব দিয়ে উঠতে পারে না। কিন্তু হোম স্কুলিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা অন্য। এখানে শিশুদের উপর কোনও চাপ থাকে না। বিদেশি বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে সেখানকার শিক্ষকরা অনলাইনে শিশুদের সময় অনুযায়ী তাদের পড়ায়। কিছু কাজও দেয়। যা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে দিলেই তারা খুশি। যার ফলে শিশুটি তাঁর বাকি শখের জিনিসগুলো পূর্ণ করতে পারে।

এই পুরো জিনিসটি বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্তা। তিনি বলেন, “মেয়ের উপর কোনও চাপ দিতে চাই না। আর আমি খোঁজ নিয়ে দেখলাম এই ব্যবস্থাও খুব ভাল। আমার মেয়েও এই ব্যবস্থায় পড়াশোনা করে খুশি। তাই ওর ভাল থাকার কথা ভেবে সিদ্ধান্ত নিলাম।” যদিও বড় হয়ে বাবার পথেই হাঁটতে চায় সাইনা। আগামী দিনে অভিনেত্রী হওয়ার পথেই এগোচ্ছে সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement