এলআইসি সংগৃহীত ছবি
ভারতীয় জীবনবিমা সংস্থা হাউসিং ফিনান্স লিমিটেড সহকারী ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের অ্যাডমিট কার্ড ২৯ সেপ্টেম্বর তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই পদগুলির জন্য আগামী ৮ অক্টোবর পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষার জন্য ২ ঘন্টা সময় ধার্য করা হয়েছে। পরীক্ষাটিতে মোট ২০০ নম্বর থাকে এবং প্রতি ভুল উত্তরে .২৫ নম্বর কেটে নেওয়া হয়।
পরীক্ষার্থীরা কী ভাবে অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করবেন-
১. প্রথমেই এলআইসি এইচএফএল-এর সরকারি ওয়েবসাইট- https://lichousing.com/-এ যেতে হবে।
২. এর পর হোমপেজে 'কেরিয়ার' অপশনে ক্লিক করতে হবে।
৩. এখানে ' রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারস' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪. এ বার অ্যাডমিট কার্ড-এর লিঙ্ক দেখতে পাওয়া যাবে।
৫. এখানে লগ ইন ডিটেলস দিলেই অ্যাডমিট কার্ডটি দেখতে পাওয়া যাবে।
৬. অ্যাডমিট কার্ডের সমস্ত তথ্য এক বার যাচাই করে নিতে হবে।
৭. এর পর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে।